News update
  • Over 1 million tickets sold for 2026 World Cup in North America: FIFA     |     
  • Daily struggles persist in Gaza even as ceasefire offers some respite     |     
  • Hilsa Becomes Luxury as Prices Soar Amid Fishing Ban     |     
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     

গাজায় ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহ্বান বাইডেনের

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-01-13, 3:52pm

ertertert-8d3707975628bf503a1cf408ee0f637b1736761950.jpg




গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি যুদ্ধবিরতির "তাৎক্ষণিক প্রয়োজনীয়তার" পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহলে আটক ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে দেওয়ার ওপর জোর দেন।

রোববার (১২ জানুয়ারি) তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এমন সময় বাইডেন এ আহ্বান জানালেন যখন ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পদার্পণ করবেন।  

গত বছর থেকে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় পরিচালিত আলোচনা বারবার এমন মুহূর্তে স্থগিত হয়ে গেছে যখন মনে হয়েছে তারা চুক্তির খুব কাছাকাছি। তবুও, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন কর্মকর্তারা একটি চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করছেন।

সর্বশেষ আলোচনাটি কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক উভয়ই আলোচনায় অংশ নিচ্ছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বার্নিয়ার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এর মানে উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা যেকোনো চুক্তি স্বাক্ষরে আলোচনা করছেন।

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-এর "স্টেট অফ দ্য ইউনিয়ন"-কে বলেন, ম্যাকগার্ক উভয় পক্ষের কাছে উপস্থাপন করা একটি বিষয়ের চূড়ান্ত বিবরণ নিয়ে কাজ করছেন। তবে তিনি বলেছেন, ২০ জানুয়ারির মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা তিনি বলতে পারেন না।

জ্যাক সুলিভান বলেন,"আমরা খুব কাছাকাছি। তবুও খুব কাছাকাছি থাকার অর্থ হলো আমরা অনেক দূরে, কারণ যতক্ষণ না আপনি শেষ রেখা অতিক্রম করেন, আমরা সেখানে পৌঁছাবো না।"

হোয়াইট হাউস জানিয়েছে, দোহায় চলমান আলোচনা সেই চুক্তির জন্য, যা গত বছরের মে মাসে বাইডেন ঘোষিত পর্যায়ক্রমিক যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে তৈরি। এই চুক্তি পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন "গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, চুক্তির অধীনে যুদ্ধ বন্ধের ফলে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে।"

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলের প্রতি বাইডেনের আজীবন সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি কেবল যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপেই প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু বন্দীর মুক্তির পরিকল্পনা রয়েছে।

তবে হামাস ধ্বংসপ্রায় অঞ্চল থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে। কিন্তু নেতানিয়াহু গাজায় হামাসের যুদ্ধক্ষমতা ধ্বংসে এখনও অটল রয়েছেন।

আলোচনার ইস্যুগুলোর মধ্যে রয়েছে: যুদ্ধবিরতির ধাপে ধাপে চুক্তির প্রথম অংশে কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে, কোন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় জনবহুল এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের মাত্রা।

গাজা উপত্যকায়, বিশেষ করে উপত্যকাটির উত্তরে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের পর থেকেই এই আলোচনা চলছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, চলমান হামলায় ৫ হাজার মানুষ নিহত বা নিখোঁজ রয়েছে।

গাজায় ইসরায়েলের অভিযানে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং এ অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি জনসংখ্যাকে তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত করা হয়েছে।