News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

যুক্তরাষ্ট্র-কলম্বিয়া পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-01-27, 11:22am

dfdsfsfsdasd-67dfe6fc99441779d36581f6759e36bf1737955354.jpg




মেক্সিকোর পর অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি কলম্বিয়া। জবাবে দেশটির পণ্যের ওপর কর আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তার প্রশাসন। শরণার্থী হিসেবে থাকার অনুমতি বাতিল হওয়ায় অনেককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বিমান।

রোববার (২৬ জানুয়ারি) অভিবাসী বহনকারী দুটো বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর দাবি, শরণার্থীরা অনেক কষ্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদেরকে অপরাধীদের মতো দেশে ফেরত পাঠানো গ্রহণযোগ্য না।

এর আগে অভিবাসী বহনকারী বিমান অবতরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল মেক্সিকো।

কলম্বিয়া সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, নির্বাসিত অভিবাসীদের বহনকারী বিমান অবতরণে বাধা দেয়ার ঘটনা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। 

পোস্টে ট্রাম্প লেখেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে। একইসঙ্গে কলম্বিয়ার পর্যটক ও নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞারও কথাও জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের হুমকির দ্রুত প্রতিক্রিয়া জানায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অভিবাসীদের বহনকারী বিমানগুলোকে অবতরণের অনুমোদন দিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। কিন্তু বিমানগুলো আকাশে থাকা অবস্থায় প্রেসিডেন্ট পেট্রো অনুমোদন বাতিল করে দেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, এরইমধ্যে কলম্বিয়ার বৃহত্তম শহর বোগোটায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসা প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত মার্কিন যুক্তরাষ্ট্র।