News update
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     
  • Nepal Police fire on protesters outside parliament, killing 10     |     

চীনে একই গাড়িতে পুতিন-মোদি, ট্রাম্পের জন্য কী বার্তা?

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-09-01, 3:26pm

8b60ee5774a72941f14c3ad39c5fd3e32eb260aea6b85233-17c5aa37539ea50cc823d465ab6028081756718786.jpg




সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে গেলেন ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট।

সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এ তথ্য জানান নরেন্দ্র মোদি।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাত্রা করছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।’ 

রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এই আবহের মধ্যে চীনে ভারত ও রুশ নেতাদের অত্যন্ত সৌহার্দ্য পূর্ণ ছবি সামনে আসছে। 

সোমবার চীনের তিয়ানজিনে এসসিওর দুই নের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরুর আগে খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে কয়েকটি দেশের নেতাদের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে।

তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।  এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, ‘তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।’

সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়।

মোদি আরও লেখেন, ‘তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।’