News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

সিলেটে কৃষি ঋণ মেলায় ঋণ পেলেন ১০৩ জন কৃষক

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2023-01-20, 9:26am

image-75371-1674146923-410b80d8c04d36f48c3b2e6785b5f3ab1674185211.jpg




সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সহস্রাধিক কৃষক ও ৬০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো দিনব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন আয়োজিত নগরীর রিকাবীবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বেলুন উড়িয়ে কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ মেলা বিকেল ৫ টা পর্যন্ত চলে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন কৃষি উন্নয়নের জন্য দরকার কৃষি গবেষণা। কৃষি নিয়ে নিয়ে ভাবনা এই মানুষগুলোকে যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে বাংলাদেশকে বদলে দিতে পারবে। বঙ্গবন্ধুর অভূতপূর্ব এ সিদ্ধান্ত সঠিক ছিল তার প্রমাণ ৫১ বছরে এসে বাংলাদেশ দেখতে পারছে। 

এসময় তিনি আরও বলেন, আজ বাংলাদেশে ১৭টি রিসার্চ প্রতিষ্ঠান কাজ করছে। বাংলাদেশের জনগণের জন্য গবেষণা করতে হবে। গবেষণা হবে কৃষি ভিত্তিক গবেষণা। কৃষকের কাছে প্রযুক্তি দিতে হবে তবেই তারা তাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। এ লক্ষেই এ গবেষণা প্রতিষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা, ধান, বিনা, বারি, তুলাসহ বিভিন্ন ফসলের আলাদা আলাদা গবেষণা করা হচ্ছে। এর ফলে ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে বিপ্লব ঘটেছে। যার ফলে আগের তুলনায় আমাদের উৎপাদন বেড়েছে।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম এহসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের উপ মহাব্যবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার। এতে কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেটের উপ পরিচালক খায়ের উদ্দিন মোল্লা সহ বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের পদস্ত কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণের চেকের রেপলিকা তুলে দেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

কৃষি ব্যাংক সিলেটের উপ মহাব্যবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার এ প্রসঙ্গে বাসস’কে জানান, এবার প্রথমবারের মতো সিলেটে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪২টি ব্যাংক সহ মোট ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। মেলায় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে মোট ১০৩ জন কৃষককে ১ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে কৃষি ব্যাংক ৬৪ জনকে ৬৭ লাখ টাকার ঋণ প্রদান করেছে। মেলায় বিতরণকৃত ঋণের মধ্যে সর্বোচ্চ ২০ লক্ষ এবং সর্বনিন্ম ৫০ হাজার টাকা ছিল। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫১৭ জন কৃষকের ঋণ আবেদন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গ্রহণ করেছে। মেলায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক উপস্থিত ছিলেন বলে জানান কৃষি ব্যাংকের এ কর্মকর্তা। তথ্য সূত্র বাসস।