News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

সিরিয়ার প্রেসিডেন্টের নাম ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2025-11-08, 9:29am

657954a742d81dcdc7f3c839fe75fa45b2264328a27e2f1b-316791c1908687c4d27a8c9e0e5c0b2f1762572572.jpg




সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আল-কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় মার্কিন অর্থ বিভাগ।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

আহমেদ আল-শারা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা ছিলেন। এইচটিএস একসময় নুসরা ফ্রন্ট নামেও পরিচিত। এ সংগঠন সিরিয়ায় আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

২০১৪ সালের মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী। এরপর আহমেদ আল-শারা সিরিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হন।

এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন আহমেদ আল-শারা। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।