News update
  • Cyclone May Form in Bay Late May, Coastal Areas on Alert     |     
  • Over 28,000 Women, Girls Killed in Gaza: UN Women     |     
  • India’s New Rules Threaten Key Bangladeshi Exports     |     
  • UN Faces Deepening Crisis as Unpaid Dues Top $5 billion     |     

এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিলেন চবি চারুকলার শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-02-05, 1:57pm

resize-350x230x0x0-image-210580-1675580349-5e1bd2958575e650122c71371d0e2f001675583848.jpg




বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে অবস্থান নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জহির রায়হান জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি আমরা। ভবন মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিন্তু আমাদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।

এর আগে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক মাসের জন্য ইনস্টিটিউটটি বন্ধ থাকবে বলে জানানো হয়। এর সঙ্গে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাস এবং ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। সে অনুযায়ী, ক্যাম্পাস ছাড়লেও এবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।