News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-13, 10:39pm

f984c3b2fbd58d764810c03406f6f945fc981905a0f51b62-4578ead26120cf87ed0bda97fde9b7ba1736786379.jpg




ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবি ও গেস্টরুম কালচারের পুনরাবৃত্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাবির হলপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণের পর টিএসসি হয়ে ভিসি চত্ত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গেস্টরুম কালচার ও র‍্যাগিংয়ের নামে আবারো ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না।

অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। তাই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও জানান শিক্ষার্থীরা।  সময়।