News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

সংঘর্ষের ঘটনায় মামলা করল চবি প্রশাসন, ১৪৪ ধারা বহাল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-02, 3:34pm

c39f08c28d0f4ec36ef3bf6aa7e36039ebdbe17746b4b784-3c8702600624a23bdeeaae811642bfba1756805660.jpg




শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ রাত ১২টা পর্যন্ত জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় বহাল থাকবে ১৪৪ ধারা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা করেন। তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

এদিকে, জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। ক্লাস চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।

অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে নয় দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংঘর্ষে দায়িত্বহীনতার অভিযোগ তুলে গতকাল রাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও সক্রিয় ছাত্র সংগঠনগুলো। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রক্টররিয়াল বডির পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে রাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে শনিবার ও রোববার স্থানীয়দের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এতে প্রোভিসি ও প্রক্টরসহ আহত হন কয়েকশ শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।