News update
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     
  • Corruption Persists Despite Uprising, TI Chairman Warns     |     

বিসিবি পরিচালক পদে নির্বাচন করবো: বুলবুল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-02, 3:22pm

4b7a70ef038ec0b61fbb2be9d7bf4d5e6cd2d86558e343ba-87db249ac36a48a2914a368f25060fb51756804963.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে নিজের ইচ্ছার কথা জানান বিসিবি সভাপতি।

বুলবুল জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করলেও এবার সরাসরি নির্বাচন করেই ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে চান বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।

এর আগে গত ২৮ আগস্ট বিসিবি সভাপতির চলতি মেয়াদ শেষের দেশের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বুলবুল।  তিনি বলেছিলেন, 'আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।'