News update
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     
  • Corruption Persists Despite Uprising, TI Chairman Warns     |     

হঠাৎ চীনে কেন শি-পুতিনের ‘বন্ধু’ কিম?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-02, 2:35pm

d6f73de4fe2956d46fbd68efb5d087b65d4a1b4261511a76-7498b3df0077ccd8524342911214b9ae1756802393.jpg




বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে যোগ দিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যক্তিগত ট্রেনে করে চীনে প্রবেশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিমের ‘বিরল’ এই সফরকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দৃঢ় সম্পর্কের প্রতিফলন হিসেবেই দেখছেন অনেকে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার ভোরে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, চীনে অনুষ্ঠানে যোগ দিতে সোমবার রাতে পিয়ংইয়ং ত্যাগ করেন কিম।

তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বলেও জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেডিও পরিষেবা কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, কিম জং

উনকে বহরকারী ট্রেনটি মঙ্গলবার রাতের দিকে বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

২০২৩ সালে পুতিনের সাথে আলোচনার জন্য রাশিয়া ভ্রমণের পর এটি উত্তর কোরীয় নেতার প্রথম বিদেশ সফর এবং ২০১৯ সালের জানুয়ারির পর চীনে তার প্রথম সফর। 

বেইজিংয়ে, শি এবং পুতিনের সঙ্গে মিলে কিম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উদযাপনের কুচকাওয়াজ দেখবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং তার অনেক মিত্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার পরও, দেশটির অর্থনীতিকে সচল রাখার জন্য বড় অবদান আছে চীনের। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়াকে সমর্থনও দিয়ে যাচ্ছে বেইজিং।

সম্প্রতি রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়েছেন কিম। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা অভিযোগ করে আসছেন যে, পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য অস্ত্র এবং সৈন্য সরবরাহ করেছে।  সূত্র: এনডিটিভি