News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ঢাকা ক্যাম্পাস 2025-10-03, 3:24pm

ddhaabi-e6c9d0ea3be0431820cef96dbb2727bd1759483440.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন। ‘প্রপোজিং পলিসিজ ফর সোশ্যাল ইনক্লুসিভিটি’ অর্থাৎ সামাজিক অন্তর্ভুক্তির জন্য নীতি প্রস্তাব করা— এই প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এই উৎসবের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি।

ডাকসুর জিএস এস এম ফরহাদ শুভেচ্ছা বক্তব্য দেন ও ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ বিতর্ক উৎসব আয়োজন করায় ডিইউডিএসকে ধন্যবাদ জানান। তিনি নিয়মিত বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং এটি ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিতর্ক উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং স্কুল-কলেজের ১২টি দল অংশগ্রহণ করছে।