News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

জকসু নির্বাচন: ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-01-07, 2:25pm

r5tye4t543rt5-5d2acc92c4ad828b1f5e87bb2c55aa141767774328.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ১৩টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ৯১ ভোটে এগিয়ে আছেন। তার মোট ভোট ১৪৫৭।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

জকসু এখন পর্যন্ত ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে-

ভিপি পদে-

রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত প্যানেল) ১৩৬৬

একে এম রাকিব (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১৪৫৭

ব্যবধান ৯১

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে আছেন।

জিএস:

আব্দুল আলিম (শিবির সমর্থিত প্যানেল) ১৪৪৪

খাদিজাতুল কোবরা (ছাত্রদল সমর্থিত প্যানেল) ৭২৪

ব্যবধান ৭২০

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এগিয়ে আছেন।

এজিএস:

মাসুদ রানা (শিবির সমর্থিত প্যানেল) ১৩৪৬

তানজিল (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১১৫৯

ব্যবধান ১৮৭

শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী এগিয়ে আছেন।

বুধবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা।