
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। যার মধ্যে তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যে এ বিষয়ে আইসিসিকে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
এরপর বিসিবির ইমেইলের জবাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে সংবাদমাধ্যমটি দাবি করেছে, ‘আইসিসি বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে যে বিশ্বকাপ ভারতে গিয়েই খেলতে হবে, না হলে পয়েন্ট কাটা যাবে।’
তবে আজ বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএসপিএনক্রিকইনফোর এই প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলার বিষয়ে বিসিবিকে নাকি আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আইসিসির কাছ থেকে পাওয়া বার্তার সঙ্গে এর কোনো মিল নেই।’
বাংলাদেশের ইমেইলের জবাবে আইসিসি কি প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ‘আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিসিবির উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত। আইসিসি আরও আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনার সময় বিসিবির মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।’