News update
  • Export Earnings Grow by 9.83% in July–April     |     
  • Young woman dies as scarf wrapped with auto wheel at Aftabnagar     |     
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     

সুপার সিক্সে শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-01-25, 10:48pm

image-76225-1674659923-214c49f95113a326aee32ec4fb77c5cc1674665290.jpg




সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতেও প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্ব কাপের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার সিক্স থেকে বিশ্ব কাপ শেষ করলো বাংলাদেশ।

আজ সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টও বাংলাদেশের সমান ৬। 

তবে এই চার দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০, বাংলাদেশের ১.২২৬ ও দক্ষিণ আফ্রিকার ০.৩৭৪।

সেমিফাইনালে খেলতে হলে আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের সমীকরন ছিলো বাংলাদেশের সামনে।

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরু থেকেই আরব আমিরাতকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। সেই চাপ সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ পায়নি আরব আমিরাত। ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রান করে তারা। দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের রাবেয়া খান ১৪ রানে ৩ উইকেট নেন। মারুফা আকতার ১৬ রানে নেন ২ উইকেট।

জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে জয়ের কাছে গিয়ে আরও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত দশম ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে স্বর্ণা আকতার ১৯ বলে ৩৮, আফিয়া প্রত্যাশা ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেন।

এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জিতেছিলো বাংলাাদেশ। এরপর সুপার সিক্সে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে তারা। তথ্য সূত্র বাসস।