News update
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     

নারী আইপিএলের পর্দা উঠছে আজ, দেখে নিন স্কোয়াড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-04, 3:09pm

resize-350x230x0x0-image-214447-1677905986-b0ce31b82592890a1e71dd6aefefc9f51677920982.jpg




নারী ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছে ভারত। ক্রিকেট বিশ্বে উত্তাপ ছড়ানো আইপিএলের আদলে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (নারী আইপিএল) এর প্রথম আসর। পাঁচ ফ্রাঞ্চাইজির ২২ ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ২৬ মার্চ পর্যন্ত।

আজ শনিবার (৪ মার্চ) রাত ৮টায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

নারী আইপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবচেয়ে বেশি ৩.৪ কোটি রুপিতে দলে ভেড়ায় স্মৃতি মান্ধানাকে। এরপর অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে ৩.২ কোটিতে কিনেছে গুজরাট।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ পর্বে চারটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্বের পর শীর্ষ-তিনটি দল পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করবে। আর টেবলের শীর্ষে যারা থাকবে, তারা সরাসরি ফাইনাল খেলবে। বাকিরা ফাইনালে যাওয়ার জন্য এলিমিনেটর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

নারী প্রিমিয়ার লিগে ৫ দলের স্কোয়াড-

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, রেণুকা সিং ঠাকুর, রিচা ঘোষ, ইরিন বার্নস, দিশা কাসাট, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাতিল, কণিকা আহুজা, আশা শোবানা, হেদার নাইট, ডেন ভ্যান নিকের্ক, প্রীতি বোস, পুনম জামান্নার, মেগান শুট, সাহানা পাওয়ার।

দিল্লি ক্যাপিটালস : জেমিমা রদ্রিগেজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজান ক্যাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্যারিস, জাসিয়া আক্তার, মিন্নু মান, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসেন, স্নেহা দীপ্তি, অরুন্ধ রেড্ডি , অপর্ণা মন্ডল।

মুম্বাই ইন্ডিয়ান্স : হরমনপ্রীত কৌর, ন্যাট সাইভার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইয়াস্তিকা ভাটিয়া, হিদার গ্রাহাম, ইসাবেল ওং, আমানজট কাউর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেইলি ম্যাথুস, ক্লো ট্রায়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তিমনি কালিতা, নীলম বিস্ত।

ইউপি ওয়ারিয়র্জ : সোফি একলেস্টোন, দীপ্তি শর্মা, তালিয়া ম্যাকগ্রা, শবনিম ইসমাইল, অ্যালিসা হিলি, অঞ্জলি সারভানি, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা সেরওয়াত, এস যশশ্রী, কিরণ নভগিরে, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্য, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।

গুজরাট জায়ান্টস : অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফি ডাঙ্কলে, আনা সাদারল্যান্ড, হার্লিন দেওল, দিয়েন্দ্রা ডটিন, স্নেহ রানা, এস মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী জোশি, ডি হেমলতা, মনিকা প্যাটেল, তনুজা কানওয়ার, সুষমা বর্মা, হার্লি গালা, অশ্বনী কুমারী, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।