বেরসিক বৃষ্টির বাঁধায় আইপিএলের ফাইনাল রোববার মাঠে গড়ায়নি। তবে রিজার্ভ ডে থাকায় আজ (২৯ মে) আহমেদাবাদে বৃষ্টির শঙ্কা থাকলেও ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশায় ছিলেন ভক্ত সমর্থকরা। স্বাগতিক দল গুজরাট টাইটান্স পুরো ইনিংস ব্যাটিং করায় স্টেডিয়ামে উত্তেজনার পারদও ওঠে।
গুজরাট টাইটান্সের দেওয়া ২১৫ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন বল খেলতে পেরেছে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। এরপরই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামতে পারছেন না ১০ বারের ফাইনাল খেলা মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই।
বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ম্যাচের দৈর্ঘ্যে ওভার কাটা গেলে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়াবে ১৭১ রান। এছাড়া ১০ ওভার খেলা হলে ১২৩ এবং পাঁচ ওভারে ধোনির দলকে করতে হবে ৬৬ রান। তবে কতক্ষণ বৃষ্টি হলে ওভার কাটা হবে সেটি এখনও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে হৃদিমান সাহার ৫৪ ও সাই সুদর্শনের ৯৬ রানের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আইপিএলে ফাইনালের ইতিহাসে রেকর্ড ২১৪ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। ২০ বলে ৭ বাউন্ডারিতে ৩৯ রান করেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল।
এরপর বড় লক্ষ্য তাড়ায় ব্যাটে নামেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ে। মোহাম্মদ শামির করা প্রথম ওভারের দুই বলে স্ট্রাইকে থাকা গায়কোয়াদ কোন রান করতে পারেননি। তৃতীয় বলে চার হাঁকিয়ে তিনি রানের খাতা খুলেন।
এরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। কোটি দর্শকের নজর কেড়ে নেওয়া ২২ গজ ঢেকে যায় কভারে। এখন ম্যাচ অফিশিয়ালরা বৃষ্টি থামার পর দ্রুত মাঠ খেলার উপর্যুক্ত করতে পারলে আবারও ম্যাচ মাঠে গড়াবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।