News update
  • Tarique Rahman cleared of sedition charges in Jashore     |     
  • ‘BD Army had no direct contact with UN during July Uprising’     |     
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     
  • Mark Carney to Become Canada's Next Prime Minister      |     
  • CA’s Special Assistant Prof M Aminul Islam Resigns     |     

ডাচদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-28, 12:40pm

image-245498-1698469620-15d3b05735769a3844d286b91ae0790f1698475220.jpg




বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে বেশ বিপাকে টাইগাররা। তাই শেষ চার নিশ্চিতে বাকি চার ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণেই ডাচদের মুখোমুখি সাকিব বাহিনী।

এদিকে গত দুই ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়ে খেলতে পারেনি লাল-সবুজেরা। চোটের কারণে পুনেতে ভারতের বিপক্ষে ছিলেন না অধিনায়ক সাকিব ও পেসার তাসকিন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব ফিরলেও বিশ্রামে ছিলেন তাসকিন। তবে ডাচদের বিপক্ষে তার (তাসকিন) ফেরার সম্ভাবনা আছে। শুক্রবার (২৭ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত করেছিলেন তাসকিন।

তাসকিন ফিরলে এ ম্যাচে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। তবে কোনো কারণে শেষ মুহূর্তে তাসকিন না খেললে হাসানকেই দেখা যেতে পারে একাদশে।

এদিকে দলীয় সূত্র বলছে, এ ম্যাচে আরও এক পরিবর্তনের সম্ভাবনা আছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে ব্যাটার তাওহিদ হৃদয়কে ফেরানো হতে পারে। তবে উইকেট বিবেচনায় একাদশের বিষয়টি চূড়ান্ত হবে। ইডেনে নতুন উইকেটে খেলা হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তথ্য সূত্র আরটিভি নিউজ।