News update
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-12-29, 12:34pm

fsgsgf-20f5516441815d2d4ac992dc84b0cb6e1703831931.jpg




নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়লাভ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই স্বাগতিক নিউজিল্যান্ডের। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের মতো এদিনও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোটের কারণে লিটন দাস খেলতে পারছেন না।

টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, ‘এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’

এদিকে লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স। তথ্য সূত্র আরটিভি নিউজ।