News update
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     
  • World leaders meet in Brazil to tackle global warming     |     

মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-19, 7:54pm

huiyuiuiuio-8edc380e72b6f887fa40b54beca2bd021710856553.jpg




লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। টিম হোটেলে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ।

ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি।

এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মোস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি।

আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।