News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

জমকালো আয়োজনে টাইগারদের বিশ্বকাপ ফটোসেশন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-15, 2:31pm

img_20240515_143302-8fda9e422d0122dd548b1f8b2db6697c1715762006.jpg




আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই উদ্দেশ্যে আজ রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করবে শান্ত বাহিনী।

এর আগের বুধবার (১৫ মে) দুপুর দেড়টায় টাইগারদের ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়ে ওঠেনি। ২ টা ১৪ মিনিটে অনুষ্ঠিত হয় ফটোসেশন।

ওয়ানডে বিশ্বকাপের আগে সাদা মাটা ভাবে ফটোসেশন করায় সমালোচনার শিকার হয়েছিল বিসিবি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুর শের-ই বাংলায় আনুষ্ঠানিক ভাবে ফটোসেশন সম্পন্ন করেছেন সাকিব-রিয়াদরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।