News update
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছে গেছেন সৌম্য-রিয়াদরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-17, 5:14pm

cricket_team-c8825f4b87fdd4def24fc9b65636f3f51715944493.jpg




কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেভাগেই মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তরা। আজ শুক্রবার (১৭ মে) টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশকে বহনকারী বিমান। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। আমেরিকায় পা রেখে গোটা বাংলাদেশ দলকেই দেখা যাচ্ছিল ফুরফুরে মেজাজে। এই স্টেস্ট থেকেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বিশ্ব মিশন শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের সূচি আগেই জানা গিয়েছে। সেই ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। মূলত এই সিরিজকে সামনে রেখেই আগেভাগে বিশ্বকাপের দেশে গেলেন ক্রিকেটাররা।

এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয়টিতে প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। এক বিবৃতিতে এই ম্যাচগুলোর সূচি জানিয়েছে আইসিসি।

২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। সেদিনই হবে একসঙ্গে তিনটি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে। সেদিন ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবেন নাজমুল শান্তরা। এরপর ভারতের বিপক্ষে ১ জুন মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। তবে সূচিতে পরে জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইসিসি।

আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। 'ডি' গ্রুপে এরপর ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকাকে, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসকে, ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবিলা করবে শান্তরা। চার গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সুপার এইটে। এনটিভি নিউজ।