News update
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     

শেবাগের মন্তব্যের যে জবাব দিলেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-14, 7:28am

37e22cbab6902545210a6f0a9a017ba694fb164867c8a390-3407017be62554ff5087f66abbe38bf91718328513.jpg




বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে নিজের পুরনো ছন্দে ফেরার পর সে মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব।

টাইগার অলরাউন্ডারের কাছে জানতে হয়েছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ ‍বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসটি কি শেবাগের মন্তব্যের উত্তর কিনা?

জবাবে সাকিব বলেন, ‘একটা খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না। সে যদি ব্যাটসম্যান হয় তার কাজ রান করা। দলে অবদান রাখা। সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা। উইকেটটা ভাগ্যের ব্যাপার। সে যদি ফিল্ডার হয় তার কাজ হচ্ছে রান সেভ করা, যতগুলো ক্যাচ যায় সেগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি, একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন সে রাখতে পারে না, স্বাভাবিকভাবে কথা হবে। সেটা খুব বেশি একটা খারাপ কিছুও না।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ১ রান করে আউট হলে ওপেনার তানজিদ তামিমের সঙ্গে হাল ধরেন অভিজ্ঞ সাকিব। দলীয় ৭১ রানে তামিম বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাকিব।  এদিন অবশ্য বল হাতে কোনো উইকেট নিতে পারেননি। ৪ ওভার করে খরচ দিয়েছেন ২৯ রান।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন সাকিব। বল হাতেও এ দুই ম্যাচে ভূমিকা রাখতে পারেননি তিনি। ছিলেন উইকেটশূন্য।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য সহজ লক্ষ্য পেলেও সেখানে বাজে একটি শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসায় তার দায়িত্ববোধ নিয়ে একটি অনুষ্ঠানে প্রশ্ন তোলেন শেবাগ। পরামর্শ দেন অবসর নেয়ার।

ক্রিকবাজের সে অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘আপনি (সাকিব) একজন এত সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এত বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। "অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।" -এটা আপনার নিজেরই বলে দেয়া উচিত এখন।'

এ সময় নিজেকেই উদাহরণ হিসেবে টানেন শেবাগ, 'আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে.....যখন আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম, ডেল স্টেইন, মর্নে মরকেল, আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে মারতে পারছি না, তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম, আমাকে যেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিবেচনা না করা হয়। আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই।' সময় সংবাদ।