পাকিস্তানকে মঙ্গলবার দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের এই বহরে আছেন ১৫ জন, তবে এই আনন্দযাত্রার পুরো পথে তাদের সঙ্গী হতে পারছেন না সাকিব আল হাসান। ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা, এ নিয়ে জল্পনা–কল্পনা ছিল। পরে জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরছেন না। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব এখন সেই পথেই আছেন।
এদিকে রাত ২টা নাগাদ দ্বিতীয় বহরে আরও ৬ জন ক্রিকেটারের দেশে ফেরার কথা রয়েছে। দেশে আসার পর ফুল দিয়ে নাজমুল হোসেন শান্তদের বরণ করে নেন বিসিবি পরিচালকরা।
উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে। আরটিভি