News update
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-21, 10:11am

rtwetwetw-53519ae713b08267068749e4fe3a03331729483866.jpg

আগে ব্যাট করবে নাজমুল হোসেন শান্তর দল। ছবি: বিসিবি



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচ দিয়ে ১০৫তম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। ২৬ বছর বয়সি উইকেটরক্ষক টি-২০ দিয়ে গত বছর জাতীয় দলে পা রাখেন। যদিও এখনও জ্বলে উঠতে পারেননি।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও একজন পেসার দিয়ে। জায়গা ধরে রেখেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। প্রায় এক বছর পর সুযোগ পেয়েছেন নাঈম হাসান। গত বছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। একমাত্র পেসার হাসান মাহমুদ।

মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুশফিকুর রহিম। টেস্টে ৬ হাজারি রানের ক্লাবে ঢুকতে তার দরকার ৩৯ রান। ৯১ টেস্টের ১৭০ ইনিংসের ক্যারিয়ারে তিনি করেছেন ৫ হাজার ৯৬১ রান। এই ফরম্যাটে ১১টি শতক ও ২৭টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

তাইজুল দাঁড়িয়ে আছেন ২০০ উইকেটের মাইলফলকের সামনে। ৪৭ টেস্টের ৮৪ ইনিংসে তিনি নিয়েছেন ১৯৬ উইকেট, ২০০ পূরণ করতে তার দরকার আর ৪ উইকেট। তাইজুলের বোলিং গড় ৩২.২১। টাইগারদের মধ্যে তাইজুলের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সাকিব (২৪৬)।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।