News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

লিটনের চোখ এবার সিরিজ জয়ে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-16, 10:34pm

img_20241216_223220-a08ff9bc03d90d56f21382846cde330b1734366858.jpg




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। পরে টেস্ট সিরিজে সমতা নিতে পারলেও ওয়ানডেতে ভরাডুবি হয় মেহেদি হাসান মিরাজদের। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সোমবার ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। ৭ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের কাছে থেকে ৬ বছর পরে জয় ছিনিয়েছে টাইগাররা।

আর্নেস ভ্যালি গ্রাউন্ডে টি-টোয়েন্টিতে এর আগে রানতাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তবে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন টাইগার কাপ্তান। আগের দিনই বলেছিলেন মাঠটি আগের মতো নেই। এই মাঠে ভালো খেলা উপহার দিবে বলে বিশ্বাস ছিল কাপ্তানের। এই ভেন্যুতেই বিশ্বকাপে খেলেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে।

খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানিয়েছেন লিটন বলেন, 'আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহূর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরও একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।'

বোলারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘আমরা ধরেই নিয়েছি, এখানে ১৫০-১৬০ রান করাই হবে যথেষ্ট। সে সঙ্গে জানতাম, এই রান ডিফেন্ড করার জন্য আমাদের বোলাররাই যথেষ্ট। আমরা এই স্কোর (১৪৭) নিয়েই লড়াই করতে পারবো। আমি শুধু চেয়েছি, পুরো দলটা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। আমি যেমন চেয়েছিলাম, ক্রিকেটাররা তাদের সেরা প্রতিভা এবং মান দেখিয়েছে। অসাধারণ ক্রিকেট খেলেছে।’

‘ শুরুটা ভালো হলো। পরেও যদি এমন ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা সিরিজ জিততে পারবো।’