News update
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-29, 10:36am

retetetwe-a21915e6e81b93bbb31643840fbd79c61738125412.jpg




দুর্দান্ত পারফরম্যান্স করে গত বছরটা রাঙিয়ে ছিলেন জাসপ্রিত বুমরাহ। যার ফলে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে বুমরাহকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে আইসিসি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ভারতীয়দের মধ্যে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন তিনি।

এর আগে ভারতের রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮) সেরাদের সেরা নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা হওয়ার জন্য বুমরাহকে লড়াই করতে হয়েছে ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুকদের সঙ্গে। গত বছর সব ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন বুমরাহ। তার বোলিং নেতৃত্বে ১৭ বছরের খরা ঘুচিয়ে এই শিরোপা জেতে ভারত। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন তিনি; ইকোনোমি রেট মাত্র ৪.১৭। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি।

এদিকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলতে পারলেও সেরা বোলার এখন পর্যন্ত বুমরাহই। তার দখলে আছে ৭৭ উইকেট, যা এক চক্রে সর্বোচ্চ। যার ফলে কয়েকদিন আগে টেস্টের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই পেসার।

গত বছর প্রথমবারের মতো টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৯০৭ পয়েন্ট নিয়ে বছর শেষ করেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৩ টেস্টে তার ৭১ উইকেট গত বছরের সর্বোচ্চ। ভারতীয় বোলারদের মধ্যে এক মৌসুমে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কিংবদন্তি কপিল দেবের। আরটিভি