News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

৯৯৯-এ মিলবে আংশিক ট্রাফিক সেবা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-01-29, 10:32am

eewrewrwer-cd46f07114408ca502bbfc268fd800761738125145.jpg




রাজধানীতে ধর্মঘট, অবরোধ বা অন্য কোন কারণে সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেলে বিকল্প কোন পথে গন্তব্যে যাওয়া যাবে, এখন থেকে সেই তথ্য মিলবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট, অবরোধ, সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রাস্তা খননসহ বিভিন্ন কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। এর ফলে যাত্রীগণের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ এসব ক্ষেত্রে ডাইভারসন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন, এমন নাগরিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে এ বিষয়ে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

ট্রাফিক সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাবে জরুরি সেবা ৯৯৯-এ:

১. বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের দাবি-দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সব রাস্তায় যান চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেছে।

২. বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন কেবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামতের কারণে যে সব রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

৩. রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সব রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

৪. বিভিন্ন কারণে যে সব রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

৫. এসব কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সব রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে, সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।

সবশেষে বলা হয়, সম্মানিত নগরবাসীদের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উল্লেখিত বিষয় সংক্রান্ত তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।