News update
  • UNICEF sounds alarm over child crisis in eastern DR Congo     |     
  • 308 Brick Kilns Shut, Tk13.78 Cr Fines; polythene seized     |     
  • BNP submits list of 848 July-August martyrs to tribunal     |     
  • Aynaghar sample of AL govt's brutality; CA says after visit     |     
  • Automated Weather Station (AWS) at SAU     |     

একনজরে দেখে নিন বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-13, 1:42pm

retertewt-b706a256c962839e7a8be6b99bf050151739432559.jpg




সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর বিপিএলে ব্যস্ত সময় পার করেছে, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। যেখানে তারা পাকিস্তান শাহিনসকে মোকাবিলা করবে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দলের মধ্যে ছয়টি দলই ওয়ানডেতে ব্যস্ত সময় পার করছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশ ও আফগানিস্তান। এই দুই দেশের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

আইসিসির যেকোনো ইভেন্টের আগেই অংশগ্রহণকারী প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তেমন কোনো প্রস্তুতি ম্যাচ নেই। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান বা অস্ট্রেলিয়া-এসব দেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। 

এবার প্রস্তুতি ম্যাচ খেলবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া চারটি দল। বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান। একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান নিজেরা প্রস্তুতি ম্যাচ না খেললেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিনস) তৈরি করা হয়েছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। 

এ ছাড়া নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচই অংশগ্রহণকারী দুটি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। লাহোর, করাচি এবং দুবাইয়ে হবে সব প্রস্তুতি ম্যাচ।

আসুন একনজরে দেখে নিই প্রস্তুতি ম্যাচের সূচি 

তারিখ প্রতিপক্ষ ভেন্যু

১৪ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান লাহোর

১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান করাচি

১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা করাচি

১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ দুবাই

আরটিভি