News update
  • Seafood Without Transparency is a Recipe for Disaster     |     
  • Govt Moves to Drop Over 10,000 Political Cases     |     
  • Health Workers in Conflict Zones Experience an Epidemic of Violence     |     
  • ICC Deputies Take Over Amid Prosecutor Msconduct Probe     |     
  • National leaders demand raising Bangladesh's water problem at the UN     |     

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, কী নিয়ে আলোচনা?

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-02-13, 1:44pm

terqwrqw-9a1de9761be596168906e720a76723141739432697.jpg




যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সাথে দেখা করেছেন এবং সন্ত্রাসবাদ ও উদীয়মান হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

হিন্দু-আমেরিকান গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার নিয়োগের জন্য অভিনন্দনও জানিয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার তুলসির নিয়োগের বিষয়টি মার্কিন সিনেটে অনুমোদন পায়। 

বৈঠকের পর এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মোদি লেখেন, ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সাথে সাক্ষাৎ করেছি। তার নিয়োগ চূড়ান্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি। ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে দেয়া একটি পোস্টে বলেছেন, ‘সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং উদীয়মান হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে (যুক্তরাষ্ট্রের সঙ্গে)।’

ফ্রান্সে এআই সামিটে অংশ নেয়ার পর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান মোদি। স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওয়াশিংটনে পৌঁছান তিনি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।