আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে আরও এক-দুই মৌসুমে ব্যাট হাতে তামিমকে দেখা যাবে। খেলোয়াড়ের পাশাপাশি নিজেকে সংগঠক হিসেবে গড়ে তুলতে চান ফরচুন বরিশালের এই অধিনায়ক। যার কারণে ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন ৩৫ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম।
বিপিএলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্রিকেট সংগঠক হওয়ার কথা বলেছিলেন তামিম। তিনি বলেছিলেন, রাজনীতি নয়, ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া তারই প্রথম পদক্ষেপ।
গুলশান ক্রিকেট ক্লাব হলো বেক্সিমকো গ্রুপের মালিকানায়। যার কারণে দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
তামিম জানান, ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। আর তামিম থাকছেন সহসভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে জানান তামিম।গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে থাকছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন। এ বছর অক্টোবরে বিসিবির নির্বাচন। আরটিভি