চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ রান ও মাহমুদউল্লাহ ২ রানে ব্যাট করছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। নবম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ২৪ বলে ২৪ রান করেন এই তরুণ ব্যাটার।
এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে ৫৮ রান তুলতে পারে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তিনি।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমও। ৭ রান করে হৃদয় আউট হলেও ২ রান করে ক্যাচ আউট হন মুশফিক। এতে দলীয় ১০৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন শান্ত। আরটিভি