News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-24, 5:50pm

ewrwerewrer-3e76aed7ff109ff9aefe4d894bf6bf111740397859.jpg




নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ চত্বরে দেশজুড়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।

ফেসবুক পেজে সংগঠনটি লিখেছে, দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ। শাহবাগ চত্বরে বিকাল ৫টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় পোস্টারে। আরটিভি