News update
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     

নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়েছে অর্ধশতাধিক রিসোর্ট

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-24, 5:49pm

rtwerwe35325-9eae0c8f297c946a619ed800eba9d9921740397773.jpg




রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর গত চার ঘণ্টার চেষ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

স্থানীয়রা জানান, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ওসি কানন সরকার বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন নেভাতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। আরটিভি