News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-02, 9:42pm

09431ab948f9ad0540ebdcaaf4b7e8d02171c8fd40521553-4b2dab2188f4abad7c4c9887d3bd5f871759419723.jpg




বোলিংয়ের পর ব্যাটিংয়েও আধিপত্য দেখাল বাংলাদেশ। তাতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শুরু করলো লাল সবুজরা। ব্যাট হাতে বাজিমাত করেছেন অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক।

কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারাল নিগার সুলতানা জ্যোতিরা। ৩০ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাল সবুজরা। দলকে বড় জয় এনে দেওয়ার পথে ৫৪ রানে অপরাজিত ছিলেন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলা রুবাইয়া হায়দার।

এদিন সহজ রক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্থর ছিল বাংলাদেশের। ১৭ বলে ব্যক্তিগত ২ রানের ইনিংসে দলীয় ৭ রানে বিদায় নেন ফারজানা হক পিংকি। ৩০ বলে ১০ রান করে দলীয় ৩৫ রানে বিদায় নেন শারমিন আক্তার। একপ্রান্ত আগলে রাখেন ওপেনার রুবাইয়া হায়দার। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দেন অধিনায়ক জ্যোতি। দুজনের জুটিতে আসে ৬২ রান। ৪৪ বলে ৫ চারের মারে ২৩ রান করে জ্যোতি আউট হলেও ফিফটি তুলে নেন রুবাইয়া।

শেষ পর্যন্ত সোবানা মোস্তারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৭৭ বলে ৮ চারের মারে রুবাইয়ার ব্যাট থেকে আসে ৫৪ রান। ৬ চারের মারে ১৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন সোবানা মোস্তারি।

পাকিস্তানের হয়ে বল হাতে ১টি করে উইকেট নিয়েছেন ফাতিমা সানা, ডায়ানা বাইগ ও রামিন শামীম। 

এর আগে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১২৯ রানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। বল হাতে নিয়ে টাইগ্রেস বোলারদের ছয় জনের সবাই উইকেট তুলে নেন। ৩.৩ ওভার বল করে ৩ মেডেন দিয়ে মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন স্বর্ণা আক্তার। ২টি করে উইকেট তুলে নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। এছাড়া ১টি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

পাকিস্তানের হয়ে ৩৯ বল মোকাবিলায় সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম। ৩৩ বলে ২২ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। ২২ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন ডায়ানা বাইগ। 

পাকিস্তানের বিপক্ষে দাপুটে এ জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান নিলো জ্যোতিরা। এবারের আসরে সব দলই একে অপরের মুখোমুখি হবে। আসরে বাকি ৬ ম্যাচ টাইগ্রেসরা খেলবে ভারতের মাটিতে। গ্রুপর্বের ম্যাচ শেষে সেরা চার দল টিকিট পাবে সেমিফাইনালের।