News update
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     

ব্যর্থতার দায় নিয়ে সামনের দিকে তাকাচ্ছেন মিরাজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-15, 2:17pm

56754654645-3090c4b07192e5b51a411b4256a533ef1760516264.jpg

মেহেদী হাসান মিরাজ। ছবি: মেহেদী হাসান মিরাজের অফিসিয়াল ফেসবুক পেজ



আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটিং ব্যর্থতা ধারাবাহিকভাবে ভোগাচ্ছে বাংলাদেশকে। শেষ ম্যাচে ২০০ রানের হতাশাজনক হারের স্মৃতি নিয়ে দেশে ফিরছে তারা। হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যাটিং ব্যর্থতা এবং সিরিজ হারের দায় স্বীকার করে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন তার ভাবনা পরবর্তী সিরিজ নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে বড় পরিবর্তনের কথা ভাবছেন না তিনি, বিশ্বাস রাখছেন বর্তমান স্কোয়াডেই।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

সিরিজ হারের পর সামনে আরও ভালো করার জন্য মানসিকভাবে দলকে চাঙ্গা করার প্রয়োজনীয়তার কথা বলেন মিরাজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দল এখন কিছুটা ভেঙে পড়েছে মানসিকভাবে। তবে আমাদের সামনে দুদিনের মতো ছুটি আছে। আশা করছি, পরিবারে সময় কাটিয়ে আমরা ফ্রেশ মন নিয়ে ফিরতে পারব মাঠে।’

৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও হতাশ নন মিরাজ। পরবর্তী সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় পরিবর্তনের কথা ভাবছেন না তিনি। মিরাজ বলেন, ‘আমরা পরাজয় থেকে শিক্ষা নিচ্ছি না। প্রয়োজন অনুযায়ী উন্নতি করতে পারছি না। অবশ্যই কিছু জায়গায় ঘাটতি আছে, কিন্তু আমাদের এই খেলোয়াড়দের নিয়েই সামনে এগোতে হবে।’

মিরাজ আরও যোগ করেন, ‘বাইরে খুব বেশি বিকল্প খেলোয়াড়ও নেই আমাদের হাতে। আমরা এতটা খারাপ দল নই, যতটা খারাপ এই ফলাফলগুলো দেখাচ্ছে। আমাদের শুধু ভুলগুলো শোধরাতে হবে এবং উন্নতির চেষ্টা করতে হবে।’

এর আগে ব্যাটারদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধিনায়ক। তিনটি ম্যাচেই ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এই বিষয়ে মিরাজ বলেন, ‘যখন ব্যাটাররা দায়িত্ব নেয় না, তখন পুরো দল ভোগে। প্রতিটি ব্যাটারের দায়িত্ব নিতে হবে। না হলে আমরা বারবার ব্যর্থ হব। কন্ডিশন যেমনই হোক, স্কোরবোর্ডে রান না তুললে কোনো ম্যাচই জেতা সম্ভব নয়।’

অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বও ভালোভাবে বোঝেন মিরাজ। তিনি মনে করছেন না যে রাতারাতি সব পরিবর্তন হবে। সবাই মিলে চেষ্টা করেই পরিবর্তনের পথে হাঁটতে চান। এই বিষয়ে মিরাজ বলেন, ‘আমি চাই ব্যাটাররা মানসিকভাবে আরও দৃঢ় হোক। রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু আমরা কোচিং স্টাফসহ সবাই মিলে চেষ্টা করছি দলকে মানসিকভাবে প্রস্তুত রাখতে। আমাকেও সেখানেই নেতৃত্ব দিতে হবে।’