
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের নেতৃত্বে ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি তারকা পেসার আলজারি জোসেফের। বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার এভিন লুইসও। এদিকে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন হার্ডহিটার ব্যাটার কুয়েন্টিন স্যাম্পসন।
কিছুদিন আগেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্যাম্পসনের। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওই সিরিজে ব্যাট হাতে করেন মাত্র ৩৫ রান। তবুও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সি মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
মূলত, গত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএলে) আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন স্যাম্পসন। নিজের অভিষেক আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৯ ম্যাচে ২৪১ রান করেছিলেন ১৫১.৫৭ স্ট্রাইক রেটে। সেই ফর্মই তাকে বিশ্বকাপ দলেও জায়গা করে দেয়।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০'র কারণে আফগান সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক শেই হোপ, রোস্টন চেইস, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন। এছাড়া রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে বিশ্রাম দেয়া হয়েছিল। তারা সবাই ফিরেছেন বিশ্বকাপ দলে।
এদিকে চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও টিকে গেছেন বিশ্বকাপের দলে। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। আর স্পিন বিভাগে আকিল হোসেন ও রোস্টন চেইসের সঙ্গে থাকছেন গুডাকেশ মোতি।
সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াই করা পেসার আলজারি জোসেফ দলে নেই। আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দল থেকে লুইসের সঙ্গে আরও বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, র্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।
ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।