News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

এক মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-07-28, 2:19pm




পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে ৩ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সাহেদসহ চারজনকে আসামি করে এই মামলা করেন প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও ক্রেডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল হক চিশতী ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম খলিল।

মামলার অভিযোগে দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংকের এক কোটি টাকা আত্মসাৎ করেন। ওই টাকা চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত সুদ-আসলে দুই কোটি ৭১ লাখ টাকা দাঁড়ায়। আসামিদের বিরুদ্ধে পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক।

এদিকে গত ১৭ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাহেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আরেক মামলায় চার্জগঠন করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর সাহেদকে সম্পদের হিসাব জমা দিতে ২১ কার্যদিবস বেধে দিয়ে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু পরে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হলেও সাহেদ সম্পদের বিবরণী জমা দেয়নি। পরে গত বছরের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। তথ্য সূত্র আরটিভি নিউজ।