News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

অ্যালেনের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু নিউজিল্যান্ডের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-07-28, 2:14pm

image-51907-1658995372-1-b5e0b95bc4f9e2d5438747d5b85c667e1658996058.jpg




ওপেনার ফিন অ্যালেনের সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ের স্বাদ নিলো নিউজিল্যান্ড। ৬৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধাানে এগিয়েও গেল কিউইরা। 

গতরাতে এডিনবার্গে টস জিতে প্রথমে বোলিং করতে নামে স্কটল্যান্ড। নিউজিল্যান্ডকে ৫৩ বলে ৮৫ রানের সূচনা এনে দেন মার্টিন গাপটিল ও অ্যালেন। ৩১ বলে ৪০ রান করে ফিরেন গাপটিল। তবে ব্যাট হাতে ঝড় তুলেন অ্যালেন। মাত্র ৩৩ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান অ্যালেন। আর ৫৪তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১০ম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন অ্যালেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০১ রানে আউট হন তিনি। তার ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিলো। 

নিউজিল্যান্ডের মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল উভয়ই ২৩ রা ও জেমস নিশাম ৯ বলে ৩০ রানের ইনিংস খেলেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় রান কিউইদের। 

২২৬ রানের টার্গেটে যুতসই জবাব দিতে পারেনি গত টি-টোয়েন্টি বিশ^কাপের পর ২০ ওভারের ম্যাচ খেলতে নামা স্কটল্যান্ড। নিউজিল্যান্ডের দুই স্পিনার ইশ সোধি ও অধিনায়ক মিচেল স্যান্টারকে সামলাতে হিমশিম খায় স্কটিশ ব্যাটাররা। এতে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে হারের পথে ছিটকে পড়ে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৫৭ রান তুলে স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ক্যালাম ম্যাকলিওড। নিউজিল্যান্ডের সোধি ৪টি ও স্যান্টনার ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন অ্যালেন। 

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।  তথ্য সূত্র বাসস।