News update
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     

দেশের প্রথম ৬ লেনের মধুমতি সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-10-06, 4:11pm




আগামী ১০ অক্টোবর উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ছয় লেনের কালনা তথা ‘মধুমতি সেতু’। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি হাসানুজ্জামান।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আগামী ১০ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টার দিকে মধুমতি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে মধুমতি সেতু নির্মিত হয়েছে। সেতুর পশ্চিমপ্রান্তে নড়াইলের কালনাঘাট এবং পূর্বপ্রান্তে গোপালগঞ্জের শংকরপাশা। কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে। তবে ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’ নামকরণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।