News update
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-30, 8:28am

resize-350x230x0x0-image-217770-1680128769-c9cc975f7a2a69f02c377f04c31c99a41680143290.jpg

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ফাইল ছবি



দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাতে রমনা থানায় মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক।

মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আইনজীবী আবদুল মালেক মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।