News update
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     
  • Writ against merger of 5 banks filed with HC     |     
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     

গানের মাধ্যমে আবারও এক হলো দুই বাংলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-30, 8:32am

resize-350x230x0x0-image-217774-1680134506-a885dd8d0cd41c3b666164f0882216d21680143562.jpg




‘যদি থাকো দূরে দূরে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও পরিচালনা করলেন মডেল সাবরিনা জামান রিবা। রেকর্ড মায়েস্ট্রোসের লেবেলে ও স্টুডিও মায়েস্ট্রোসের প্রযোজনায় বাংলাদেশের সংগীতশিল্পী তারুণ্য হীরা ও কলকাতার জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পালের কণ্ঠে প্রকাশ হয়েছে গানটি। গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান ও অভিনেতা সাদ সালমি নাওভি।

গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে তারুণ্য হীরা জানান, আমরা ভালোবাসায় স্বপ্ন দেখি, ভালোবাসায় বাঁচি। ভালোবাসার টানে দুটি মনের কাছে আসা, আর স্বপ্ন ছোঁয়ার মুহূর্তগুলোকে সুরে-ছন্দে প্রকাশ করে আমাদের মৌলিক গান ‘যদি থাকো দূরে দূরে’।

মিউজিক ভিডিওর পরিচালক সাবরিনা জামান রিবা বলেন, রোমান্টিক মিউজিক ভিডিওগুলোর গল্পটা বলার মধ্যে অন্যরকম একটা আবেগ আছে। আর স্ক্রিনে তা আয়েশা আর নাওভি আর গানে তারুণ্য হীরা ও প্রস্মিতা পাল তা দারুণভাবে ফুটিয়ে তুলেছে যা আমার ও আমার সহ-পরিচালক শোয়েবের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। আমি এই ভিডিওর সঙ্গে কাজ করা সকলকে ধন্যবাদ জানাতে চাই, এতো সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে আমাদের সাহায্য করায়।

প্রস্মিতা পাল বলেন, তারুণ্য হীরার সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটা করার অনুভূতিটা এক কথায় দারুণ। এপার বাংলা ও ওপার বাংলার যে এরকম একটা কোলাবোরেশন হতে পারে একটা রোমান্টিক গানের মধ্য দিয়ে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আশা করি গানটি আপনাদেরও অনেক ভালো লাগবে।

গানটির রেকর্ডিংয়ের কাজ করেছেন কলকাতার ‘পলিফোনি দ্য মিক্স রুম’-এর দেবজিৎ সেনগুপ্ত ও ঢাকার স্টুডিও মায়েস্ট্রোর খায়রুল ইসলাম দিপু। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের কাজও করেছেন খায়রুল ইসলাম দিপু। গানটির মিউজিক পরিচালনায় ছিলেন সাবরিনা জামান রিবা ও সৈয়দ শোয়েব। স্টুডিও মায়েস্ট্রোসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি।

উল্লেখ্য, গত বছর মডেল সাবরিনা জামান রিবা অভিনীত ফ্যাশন ফিল্ম ‘মুড সুইং’ বার্লিন ফ্যাশন ফিল্ম উৎসবে প্রদর্শিত হয়। ফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছিল। তবে মিউজিক ভিডিও পরিচালনা এবারই প্রথম নয় রিবার, এর আগেও স্টুডিও মায়েস্ট্রো’র হয়ে এককভাবে ‘আমার নিশীথ রাতের বাদলধারা’ ও ‘এ শহরে তুমিহীন’ গানে কলকাতার পরিচালক প্রসেনজিৎ দাশের সঙ্গে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।