News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-04-11, 1:10pm

resize-350x230x0x0-image-219368-1681194359-573abaa3bf39493b257dc42b67b8a3e71681197035.jpg




প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর চকবাজার এলাকায় সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে। ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে কেউ হতাহত হয়নি বলে জানান এই কর্মকর্তা। তথ্য সূত্র আরটিভি নিউজ।