News update
  • Govt working with security forces to keep law, order: Prof Yunus     |     
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে ১৬৩

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-03, 2:15pm

image-221917-1683096563-910da59d2f5da038d7a15091a5bc544c1683101724.jpg




বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১ ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৬৩ তম স্থানে অবস্থান করছে। চলতি বছর বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১, যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে।

এর আগে, ২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। ওই সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩।

বুধবার (৩ মে) এই সূচক প্রকাশ করে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবার ওপরে আছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম। মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফাগানিস্তানের অবস্থান ১৫২তম ও ভারতের অবস্থান ১৬১তম।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে চলতি বছর ৯৫ দশমিক ১৮ স্কোর নিয়ে সবার ওপরে আছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির স্কোর ৮৯ দশমিক ৯১। তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮। সূচকে সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের স্কোর ২২ দশমিক ৯৭। এর ওপরে থাকা ভিয়েতনামের স্কোর ২৪ দশমিক ৫৮

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। সেগুলো হচ্ছে—রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা। তথ্য সূত্র আরটিভি নিউজ।