News update
  • Why is a defunct co’s share price soaring in stock market?     |     
  • BNP delegation meets ex-US assistant secretary Robert Destro     |     
  • Sheikh Hasina's incitement to blame for overall situation: Jamaat Ameer     |     
  • Brahmaputra ferry crisis deepens for poor navigability in Kurigram     |     
  • Sudha Sadan, Sheikh Hasina’s house, set afire in frenzy      |     

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের গাড়ি বহরে হামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-29, 11:07pm

resize-350x230x0x0-image-225416-1685378369-28af797a136bcddd53cae59ecd7686ed1685380069.jpg




আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যদের বহনকারী আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন তিনজন।

সোমবার (২৯ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মালির স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ইউনিটের টহল টিম এই হামলার শিকার হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড়-সংলগ্ন নির্জন মরুভূমি পার হওয়ার সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটে। এতে ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিনজন সদস্য আহত হন।

টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় আইইডিটি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা ও তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়।

আইইডি বিস্ফোরণের ঘটনা এর আগেও ওই এলাকা ঘটেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।