News update
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     
  • Farmer suffers Tk 10 lakh as watermelon field vandalized in Sylhet     |     

কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

খবর 2023-06-02, 11:10am

woman-stages-sit-in-at-husbands-house-in-kalapara-for-recognition-as-wife-5b76755dc22e667e9aca79b3787b1ef61685682650.jpg

Woman stages sit-in at husbands house in Kalapara for recognition as wife.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ শিক্ষার্থী(২১)। গতকাল বুধবার বিকেলে ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে সে অবস্থান নেয়ার পর পরই ওই শিক্ষার্থীর স্বামী ও শ্বশুর গাঁ ঢাকা দেয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।  

বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী জানায়, প্রায় ৫ বছর আগে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে মাছুয়াখালী এলাকার সজিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারিরীক সম্পর্কে লিপ্ত হয় এবং ওই শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। একপর্যায়ে গত ০৮মে কলাপাড়ার একটি বাড়িতে বসে ২০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। পরে ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে সজিব ঢাকায় নিয়ে যায় এবং তাকে শাররীক নির্যাতন চালায়। পরে সন্তান নষ্ট করার ওষুধ খাওয়ার পর সন্তান নষ্ট করে ফেলে। পরের দিন ঢাকা থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আমতলীতে এসে তাকে  ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে সজিব খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ