News update
  • US sides with Russia in UN resolutions on Ukraine     |     
  • Leaders of BNP, 7 other parties, journalists off to China     |     
  • Final notice issued to 2,046 factories to Operate ETPs      |     
  • Breast cancer cases projected to rise about 40% by 2050: WHO     |     
  • Amid shifting alliances, UNGA condemns Russia’s Ukraine War     |     

২ দিনের অবরোধে সারাদেশে ২০ যানবাহনে আগুন

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-06, 8:08pm

resize-350x230x0x0-image-246803-1699279426-441fea0dc5e3ae9873ec301ecaa839781699279697.jpg




বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে ২০টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি এবং একটি লেগুনা রয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, অবরোধের ঘটনায় ১৫টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি, একটি লেগুনা পুড়ে যায়। এই ২০টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট ও ২৪২ জন জনবল কাজ করেন।

তিনি বলেন, রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের ২১টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর ও নারায়ণগঞ্জে চারটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, আনোয়ারা ও পটিয়ায় চারটি, রাজশাহী বিভাগের বগুড়ায় একটি ঘটনা ঘটে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই দুদিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং বাকি পাঁচটি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।