News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

মিয়ানমারে উত্তেজনায় সতর্ক কোস্টগার্ড, টহল জোরদার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-02-03, 5:56pm

1706947957-ba3bae93b1530b8a11f272f4c48862ff1706961425.jpg




মিয়ানমারে চলমান উত্তেজনায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে টহলও জোরদার করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্টগার্ডের টহল জোরদার, জনবল বাড়ানো এবং বিভিন্ন যন্ত্রপাতিও বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক মনিটারিং করা হচ্ছে।

মীর এরশাদ আলী বলেন, সামুদ্রিক নিরাপত্তায় কোনো ব্যত্যয় ঘটতে দেব না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো। আমরা কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলতে চাই।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ অবস্থায় বুচিডংসহ রাখাইনের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গারা ফের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।