News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-01, 7:15pm

ogsogiosioi-d03324953062f9a03ce78981827ae50d1709299095.png




বর্ধিত মন্ত্রিসভায় নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১ মার্চ থেকে নিম্নলিখিত ব্যক্তিদের বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

প্রতিমন্ত্রী পদে নিয়োগ পাওয়া ৭ জন হলেন- মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), বেগম রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন),

বেগম শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), বেগম ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন) এবং বেগম নাহিদ ইজাহার খান (সংরক্ষিত মহিলা আসন)।

নতুন প্রতিমন্ত্রীরা সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।  তথ্য সূত্র আরটিভি নিউজ।