টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
এর আগে রোববার (১৭ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ৯টি বগি যাত্রী নিয়ে রেললাইনের পাশে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ আহত হন। তথ্য সূত্র আরটিভি নিউজ।