News update
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     

এমভি আব্দুল্লাহ ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-04-15, 8:58pm

01000000-0aff-0242-5b18-08dc4363aa10_w408_r1_s-f456d04a61271b3cd5bdc481e40e4ac81713193081.png




সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ, নাবিকদের নিয়ে ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে। সোমবার (১৫ এপ্রিল) এ কথা জানিয়েছেন বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

“জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ এখন দুবাইয়ের পথে। এই জাহাজ ১৯ বা ২০ এপ্রিল দুবাইয়ে পৌঁছাবে;” বলেন খালিদ মাহমুদ।

তিনি আরো বলেন, মূল লক্ষ্য ছিলো ২৩ নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং সেটা সম্ভব হয়েছে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এ বিষয়ে সজাগ ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন দফতর, আন্তর্জাতিক নৌ উইংগুলো কাজ করেছে;” যোগ করেন তিনি।

মুক্তিপণ দেয়ার ছবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, “এটা কোন সিনেমার ছবি আমি জানি না। এমন ছবি তো আমরা অনেক চলচ্চিত্রে দেখি। কোন ছবি কোথায় গিয়ে কীভাবে যুক্ত হয়েছে, কোনটার সঙ্গে কোনটা যুক্ত করে এডিট হয়েছে, আমি জানি না।”

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন যে এখন পুরো বিষয়টি জাহাজ মালিক ও নাবিকদের সঙ্গে সমঝোতার বিষয়। নাবিকরা কত দিনের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন, সেই চুক্তি তারা বহাল রাখবেন, নাকি তারা ফিরে আসবেন তা নির্ধারিত হবে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে।

প্রতিমন্ত্রী জানান যে মালিক পক্ষ বলেছে, নাবিকরা যদি চান বাংলাদেশে ফিরে আসবেন, তাহলে তাদের বিমানযোগে বাংলাদেশের নিয়ে আসা হবে। ভয়েস অফ আমেরিকা।